বাংলাদেশর অদ্বিতীয় সাতক্ষীরার ১০০টি তথ্য সম্পদ

ক্রাইমর্বাতার সৌজন্যে:   সাতক্ষীরা জেলা সম্পর্কিত ১০০ প্রশ্নোত্তরঃ (মোঃ সাইফুজ্জামান)
~~~~~~~~~~~~~~~~~~~
১। বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের ১৭ শহীদের অবক্ষ ভাস্কর্য কে নির্মান করেন। উঃ সাতক্ষীরার খ্যাতিমান ভাস্কর্য শিল্পী সুরেশ পান্ডে।
২। মুক্তিযুদ্ধে সাতক্ষীরা কততম শত্রুমুক্ত জেলা। উঃ  দ্বিতীয়
৩। সাতক্ষীরা কত তারিখে শত্রুমুক্ত হয়। উঃ ১৯৭১’সালের ৭ই ডিসেম্বর
৪। ভোমরা দেশের কততম বৃহৎ স্থল বন্দর। উত্তরঃ তৃতীয় বৃহৎ
৫। ভোমরা স্থল বন্দর কত সালে প্রতিষ্ঠা হয়। উঃ ১৯৯৬ সালে
৬।বর্তমানে সাতক্ষীরা জেলা প্রশাসকের নাম কি। উঃ এসএম মোস্তফা কামাল
৭। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম কি। উঃ  শ্যামনগর।
৮। ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি। উঃ হাড়িয়াভাঙ্গা
৯। সাতক্ষীরা জেলায় বনভুমির পরিমান কত। উঃ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।
১০। সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কিসের জন্য বিখ্যাত। উঃ মিষ্টান্ন তৈরীতে, বিশেষ করে সন্দেশের জন্য।
১১। দেশের দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরা জেলা কততম। উঃ দ্বিতীয়
১২। বাংলাদেশের দুধের গ্রাম বলা হয় সাতক্ষীরার কোন গ্রামকে। উঃ তালার জেয়ালা গ্রাম।
১৩। হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত কোন দ্বীপ। উঃ- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা বা নিউমুর)
১৪। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি ? উঃ হাড়িয়াভাঙ্গা নদী
১৫। সাতক্ষীরা কিসের জন্য বিখ্যাত। উঃ সুন্দরবন, চিংড়ি, আম ও সন্দেশের জন্য।
১৬। সাতক্ষীরার পূর্ব নাম কি। উঃ সাতঘরিয়া।
১৭। সাতক্ষীরার দুঃখ বলা হয় কোন নদীকে। উঃ বেতনা ও কপোতাক্ষ নদীকে।
১৮। বেতনা নদীর অপর নাম কি। উঃ বেত্রাবতী
১৯। এক জেলার এক পন্য কি সেটা, যেটা বিদেশে রপ্তানি করা হয়। উঃ টালি
২০। বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা কোনটি। উঃ সাতক্ষীরার কালিগঞ্জ।
২১। সাতক্ষীরা জেলার আয়তন কত। উঃ ৩৮৫৮.৩৩ বর্গ কিলোমিটার।
২২। সাতক্ষীরা জেলার দক্ষিণে কি অবস্থিত। উঃ বঙ্গোপসাগর।
২৩। সাতক্ষীরা জেলার পূর্বে কোন জেলা। উঃ খুলনা জেলা
২৪। সাতক্ষীরা জেলার পশ্চিমে কি অবস্থিত। উঃ ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
২৫। সাতক্ষীরা জেলা কত দ্রাঘিমাংশে অবস্থিত। উঃ ৮৯°২০´
২৬। সমুদ্রপৃষ্ঠ থেকে সাতক্ষীরা জেলার উচ্চতা কত। উঃ ১৬ ফুট উচুঁতে।
২৭। বৈকারী সীমান্ত অবস্থিত কোথায়। উঃ-সাতক্ষীরা জেলায়।
২৮। সাতক্ষীরা জেলার জলবায়ু কিসের অন্তর্ভূক্ত। উঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর।
২৯। সাতক্ষীরার মহকুমার প্রকৃত জন্ম কত সালে।উঃ ১৮৫২ সালে
৩০। সাতক্ষীরার আবহাওয়া কি। উঃ  লবণাক্ত আবহাওয়া।
৩১। প্রাচীনকালে সাতক্ষীরা কি দ্বীপ নামে খ্যাত ছিল। উঃ বুড়ন দ্বীপ।
৩২। সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে।উঃ ১৯৮৪ খ্রিস্টাব্দ।
৩৩। সাতক্ষীরার প্রথম শহীদ কে। উঃ শহীদ আব্দুর রাজ্জাক
৩৪। সাতক্ষীরার আদি/ মুল স্থপতি কে। উঃ প্রাণনাথ রায়চৌধুরী।
৩৫। আধুনিক সাতক্ষীরার রূপকার কে। উঃ শহীদ স ম আলাউদ্দিন।
৩৬।  যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজধানী কোথায় অবস্থিত।  উঃ ঈশ্বরীপুরে, শ্যামনগর।
৩৭। সাতক্ষীরা জেলার প্রধান আকর্ষনীয় স্থান কি। উঃ সুন্দরবন ও নলতা রওজা শরীফ।
৩৮। সাতক্ষীরা জেলার মোট আয়তনের কত% বনভুমি। উঃ ৩৭.৫৩%।
৩৯। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত কোথায় অবস্থিত।  উঃ শ্যামনগর উপজেলায়।
৪০। নীলকুঠির বর্তমান অবস্থান কোথায়। উঃ দেবহাটা থানা।
৪১। সাতক্ষীরা পৌরসভা কত সালে স্থাপিত হয়। উঃ ১৮৬৯ সালে।
৪২। হারদ্দ্হ সীমান্ত সাতক্ষীরার কোন থানায় অবস্থিত।  উঃ দেবহাটা
৪৩। কাকডাঙ্গা সীমান্ত সাতক্ষীরার কোন থানায় অবস্থিত। উঃ কলারোয়া।
৪৪। সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কোন গ্রামে। উঃ বাশদাহ।
৪৫। নীলডুমুর কোথায় অবস্থিত।  উঃ শ্যামনগর থানায়
৪৬। মোজাফ্ফর গার্ডেন কোথায় অবস্থিত এর অপর নাম কি। উঃ সাতক্ষীরা খড়িবিলে, মন্টু মিয়ার বাগানবাড়ি।
৪৭। সাতক্ষীরাতে বস্তু ছাড়া তালা বলতে কি বুঝায়। উঃ উপজেলার নাম।
৪৮।খান বাহাদুর কার উপাধী।  উঃ পীর কামেল আলহাজ্ব আহসান উল্লাহ রহঃ
৪৯। বাংলাদেশের কোন জেলাতে হেলিকপ্টার মাটি দিয়ে চলে। উঃ সাতক্ষীরা।
৫০। কবি সিকান্দার আবু জাফর কোন গ্রামে কত সালে জন্ম গ্রহণ করেন। উঃ তালার তেতুলিয়া গ্রামে ১৯১৯ সালে।
৫১। হাড়িয়াভাঙ্গা নদী কোথায় অবস্থিত। উঃ সাতক্ষীরা জেলায়।
৫২। ভেটকি মাছের আর এক নাম কি। উঃ পাতাড়ী মাছ।
৫৩। বাগদা ও গলদা কোন পানির মাছ। উঃ বাগদা লোনা পানির আর গলদা স্বাদু পানির মাছ।
৫৪। সাদা সোনা বলতে কি বুঝায়। ( White Gold) বলা হয়। উঃ চিংড়ি সম্পদ।
৫৫। ঘেরের বাগদা ধরতে কি ব্যবহার করা হয়। উঃ কট সুতোর ঘুনি।
৫৬। দুবলার চর কোথায় অবস্থিত। উঃ সুন্দরবনের দক্ষিণে।
৫৭। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত! উঃ হাড়িয়াভাঙ্গা।
৫৮। বাংলাদেশের কোন প্রাণী হিংস্রতায় পৃথিবীর সেরা। উঃ রয়েল বেঙ্গল টাইগার।
৫৯। সাতক্ষীরা এক্সপ্রেস কার উপাধী। উঃ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
৬০। সাতক্ষীরা টাইগার্স সৌম্য সরকারের গ্রামের বাড়ি কোথায়।  উঃ আশাশুনির মহিষাডাঙ্গা গ্রামে।
৬১। বাংলাদেশের তথা এশিয়ার বাঘমামা বলা হয় কাকে।উঃ পচাব্দী গাজী।
৬২। বাঘমামা পচাব্দী গাজীর জন্মস্থান কোথায় এবং তার প্রকৃত নাম কি। উঃ শ্যামনগরের সোরা গ্রামে, তার প্রকৃত নাম আঃহামিদ গাজী
৬৩। সাতক্ষীরা জেলায় কবে কোথায় প্রথম শহীদ মিনার স্থাপন করা হয়। উঃ পি এন হাইস্কুল চত্বরে ১৯৬২ সালে নির্মাণ করা হয়েছিল সাতক্ষীরার প্রথম শহীদ মিনার।
৬৪। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ শহীদ মিনার কোথায় স্থাপিত।  উঃ সাতক্ষীরা শহীদ আঃরাজ্জাক পার্কে।
৬৫। দেশের সেরা কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি কোথায়। উঃ সাতক্ষীরার মুকুন্দপুর গ্রামে।
৬৬। টাকী কিসের জন্য বিখ্যাত। উঃ বিজয় দশমীতে প্রতিমা বিসার্জন উপলক্ষে দু বাংলার মানুষের মিলনমেলার জন্য।
৬৭। সাতক্ষীরা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত এবং বর্তমান অধ্যক্ষের নাম কি। উঃ ২০১১ সালে,  বর্তমান অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান।
৬৮। বাংলাদেশ হতে বিদেশী লীগে খেলতে যাওয়া প্রথম মহিলা ফুটবলার কে। উঃ সাবিনা খাতুন, বাড়ি সাতক্ষীরা সদরে।
৬৯। বাংলাদেশে শিশুরোগ চিকিৎসার পথিকৃৎ (Father of the peadiatrics)  বলা হয় কাকে। উঃ জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খানকে।
৭০। বাংলাদেশের প্রথম মহিলা সংসদ সদস্য কে। উঃ সৈয়দা রাজিয়া ফয়েজ, সাবেক মহিলা-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী।
৭১। বাংলাদেশের প্রথম খ্রিষ্টান গির্জা কোথায় স্থাপিত হয়। উঃ ঈশ্বরীপুর গির্জা বাংলাদেশের প্রথম গির্জা।
৭২। সাতক্ষীরার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলুন। উঃ খান বাহাদুর আহসানুল্লাহ রহঃ, কবি সিকান্দার আবু জাফর, সাহিত্যিক মোহাম্মাদ ওয়াজেদ আলী, জাতীয় অধ্যাঃ ডাঃ এম আর খান, সাংবাদিক আবেদ খান ও তোয়াব খান প্রমুখ।
৭৩। সাতক্ষীরার প্রধান দর্শনীয় কয়েকটি স্থান কি কি। উঃ ম্যানগ্রোভ সুন্দরবন, মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত, শ্যামনগর জমিদার বাড়ি, নলতা রওজা শরীফ ও মোজাফ্ফর গার্ডেন সাতক্ষীরা।
৭৪। সাতক্ষীরার অন্যতম কয়েকটি পূরাকির্তী কোনগুলো। উঃ রাজা প্রতাপাদিত্যেরর বাড়ি, ঈশ্বরীপুর হাম্মাম খানা, জাহাজঘাট দূর্গ, প্রবাজপুর শাহী মসজিদ, টাউন শ্রীপুর জমিদারবাড়ি, সোনাবাড়িয়া মঠ, শ্যামসুন্দর সন্দির, তেতুলিয়া মসজিদ, ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির, মায়েরবাড়ি পঞ্চমন্দির।
৭৫। সাতক্ষীরা সরকারী কলেজ কত সালে স্থাপিত এবং এর আঞ্চলিক নাম কি। উঃ ১৯৪৬ সালে, স্থানীয় ভাষায় রাজার বাগান কলেজ বলা হয়।
৭৬। উপমহাদেশে বোর্ড পরীক্ষায় নামের পরিবর্তে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের প্রবর্তক কে। উঃ খান বাহাদুর আহসান উল্লাহ রহঃ।
৭৭। বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী কে। উঃ শিরিন আক্তার (সদর সাতক্ষীরা)
৭৮। কন্যার ছেলে-মেয়ে কে যেমন নাতি-নাতনী বলা হয় তেমনি সাতক্ষীরা অঞ্চলে পুত্রের ছেলে-মেয়ে কে কি বলে। উঃ পুতা – পুতনী
৭৯। দৈনিক কাফেলা ও প্রত্রদুতের প্রতিষ্ঠতা কে। উঃ আব্দুল মোতালেব ও সম আলাউদ্দিন।
৮০। মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের প্রতিষ্ঠতা কে। উঃ ক্যাপ্টেন শাহজাহান মাস্টার (সাব সেক্টর কমান্ডার)
৮১। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে। উঃ আজিজুন নেছা খাতুন (সাতক্ষীরা)
৮২। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাতক্ষীরার সর্বপ্রথম খেলোয়ার কে। উঃ কাজী জিয়াউর রশীদ রূপম।
৮৩। মায়ের বাড়ি পঞ্চমন্দির কোথায় অবস্থিতঃ পুরাতন সাতক্ষীরায়।
৮৬। সাতক্ষীরা জেলা হতে কোন কোন পণ্য বিদেশে রপ্তানি হয়। উঃ হিয়ায়িত চিংড়ি, সুন্দরবনের মধু, আম, টালি, ও সন্দেশ।
৮৭। সাংবাদিক আবেদ খান কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন। উঃ কালেরকন্ঠ, যুগান্তর ও সমকালের। বর্তমান চেয়ারম্যান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)
৮৮। সাতক্ষীরা জেলার প্রথম ব্যারিস্টার ও লণ্ডন হাইকোর্টের আইনজীবী কে ছিলেন। মীর ইমাদুল হক, কোঠাবাড়ি, কলারোয়া, ২০০২ সালে মৃত্যুবরণ করেন।
৮৯। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারন কারী সংগ্রামী কে ছিলেন।উঃ আব্দুল ওয়াদুদ কাগুজী, পিছলাপোল,  কুশোডাঙ্গা, কলারোয়া।
৯০। পাটকেলঘাটা কুমিরা হাই স্কুলের প্রতিষ্ঠতা কে। উঃ ফণিভূষন মিত্র, তিনি বৃটিশ আমলের ম্যাজিস্ট্রেট ছিলেন।
৯১। আঞ্চলিক ভাষায় টেমি বলতে কি বুঝায়। উঃ ল্যাম্প বা বাতি
৯২।  সাতক্ষীরা তুফান কোম্পানির প্রতিষ্ঠতা কে। উঃ ডাঃ মোসলেম উদ্দিন, খ্যাতিমান ডেন্টাল চিকিৎসক।
৯৩। কলারোয়া আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠতা কে। উঃ শেখ আমানুল্লাহ,  বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও শিক্ষাবিদ।
৯৪। মানচিত্রে প্রথম সাতক্ষীরা শব্দ উল্লেখ করে সাতক্ষীরা জেলার নামকরণ করেছেন কে। উঃ জমিদার বিষ্ণুরাম চক্রবর্তী।
৯৫। প্রথম বাংলাদেশী হিসাবে জাপান থেকে হার্টের উপর পি এইচ ডি করেছেন কে। সাতক্ষীরার ডাঃ ফজলুর রহমান
৯৬। কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রশাসক কে ছিলেন। উঃ মরহুম আজিজুল হক চৌধুরী, তিনি মুক্তিযোদ্ধা কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্টাতা ও সরকারি করণে একতত্বা। কলারোয়া গালস হাইস্কুলে প্রতিষ্টাতা ও কলারোয়া পাইলট হাইস্কুলের প্রতিষ্ঠাতা। কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
৯৭। আকাশলীনা ইকো পার্ক কোথায় অবস্থিত। উঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালনী ইউনিয়নের কলবাড়ি বাজারের পাশে অবস্থিত।
৯৮। সাতক্ষীরা হতে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী কে। উঃ সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এম মনসুর আলী (জন্ম কালিগঞ্জ, ১ সেপ্টেম্বর ১৯৩২-মৃত্যু ১৩ জানুয়ারি ২০০৩)
৯৯। সাতক্ষীরা পাবলিক কেন্দ্রীয় লাইব্রেরী কোথায় অবস্থিত। উঃ শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন।
১০০। ডিসি ইকো পার্ক কোথায় অবস্থিত। উঃ বাঁকাল, সাতক্ষীরা সদর।
আসুন “#সাতক্ষীরাকে_জানি” এবং তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেয়।
তথ্য সম্পাদনায়ঃ মোঃ সাইফুজ্জামান
বি.এ (অনার্স), এম.এ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। (স্টাফরিপোটার: ক্রাইমর্বাতা নিউজ পোর্টাাল)

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।