সাতক্ষীরার কালীগঞ্জে কৃষকের ক্ষেতে ধান কেটে দিলো জেলা যুবলীগ।আবু মুসা কালিগঞ্জ থেকে: নোভেল করোনাভাইরাস কারণে বাংলাদেশ কৃষকের মাঝে ভারা মৌসুমের ধান কাটার শ্রমিক চরম সংকট চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, এবার শ্রমিকের ধান কাটতে সহায়তা করবে আওয়ামী লীগে সহ অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সংগঠনের কর্মীরা। তারই অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবলীগ জেলাব্যাপী ধান কাটার কর্মসূচি পালন করছে।
শনিবার (২৫এপ্রিল) সকালে সাতক্ষীরা কালিগঞ্জ ভাড়াশিমলা বিলে কালিগঞ্জ উপজেলা যুবলীগ এ কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের উক্ত ধান কাটা ও মাড়াই করা কাজের উদ্বোধন করেন। জনাব আব্দুল মান্নান নিজে ধান কাটা ও মাড়াই কাজে করার মাধ্যমে নেতাকমীদের উৎসাহিত করেন।কালিগঞ্জ উপজেলা যুবলীগ সাধারন সম্পদক নাজমুল হাসান নাঈমের সার্বিক পরিচালনায় উক্ত কাজে সম্পৃক্ত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক লক্ষণ ঘোষ,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পদক জাহিদুর রহমান, নলতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীর সাথে ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …