ক্রাইমর্বাতা রিপোর্ট: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে ১৬টি ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। আজ সকাল থেকে বাজার গুলো যথা নিয়মে শুরু হয়েছে। সর্বস্তরের মানুষ এসকল বাজার থেকে রমজান সামগ্রী কিনে খুশি। এমন কি কাটিয়া পুলিশ ফাড়ি সংলগ্ন সড়কে বসানো রাম্যমাণ ইফতার বাজার থেকে সুলভ মূল্যে আন্তজার্তিক ফিফা রেফারি তৈয়ব হাসান লাইনে দাড়িয়ে ইফতার সামগ্রী কিনতে দেখা গেছে।
পাকাপোলের মোড়, সঙ্গীতার মোড়, পুরাতন সাতক্ষীরাসহ সাতক্ষীরা শহরের ১৪টি স্থানে অবস্থান করবে এই ভ্রাম্যমাণ ইফতার বাজার।
সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ভ্রাম্যমাণ বাজার থেকে জিলাপি, পিয়াজি, বেগুনি, ছোলাসহ অন্যান্য ইফতার সামগ্রী সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবে।
এর আগে শনিবার বিকাল ৫টায় সার্কিট হাউজ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য এই ভ্রাম্যমাণ ইফতার বাজার উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …