খানপুরের পীর সাহেবের জমির ধান কেটে নিল হাসা ও মইদুল বাহিনী লোকজন

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা  শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলায় খানপুর গ্রামে পীর সাহেবদের ৭৭ বছর দখলকৃত ৯৩শতক জমির ধান কেটে নিয়েছে প্রভাবশালীরা। পরে সাতক্ষীরা থানার পুলিশ উক্ত ধান উদ্ধার করেছে।
অভিযুক্ত প্রভাবশালীরা হলেন খানপুর গ্রামের হেকমত আলীর ছেলে শহিদুল ইসলাম (হাসা), মইদুল ইসলাম মইদুল, আজিজুল ইসলাম, নবাব আলী, সুলতানের ছেলে মোঃ আব্দুল জলিল, ঝিটকি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ বাপ্পী, খানপুরের শহিদুল ইসলাম হাসার ছেলে জাহাঙ্গীর হোসেন, রইছপুরের জিয়াদ আলীর ছেলে আব্দুল হামিদ, হেকমত আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম, ইন্দিরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ সামছুজামান ও মোঃ আরিফুল ইসলাম, খানপুরের বাহাদুরের ছেলে মোঃ আলম প্রমুখ।
অভিযোগে প্রকাশ, উল্লেখিত ব্যক্তিগন দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকার লোকজনের জমি জায়গা জোর পূর্বক দখল অভিযোগ আছে। উল্লেখ্য খানপুর মৌজায় এস এ ৬১৬, সাবেক- ৩০০১, ও ৩০০২ বর্তমান -৫৪৫২ দাগের ৯৩ শতক জমির খানপুরের পীর সাহেব হুজুর মাওলানা এলাই বক্স এর নামে রেকর্ড পত্রাদি আছে। দীর্ঘ ৭৭ বছর উক্ত জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু রবিবার সকালে উল্লেখিত ব্যক্তিগন গায়ের জোরে ধান কেটে বাড়িতে নিয়ে যায় এবং পীর সাহেব ছেলেরা বাধা দিলে অস্ত্র-সস্ত্র নিয়ে মারধর করতে আসে। পরবতীতে সাতক্ষীরা সদর থানায় মোঃ মহিবুল্লাহ অভিযোগ করলে এসআই শিমুল এর সহযোগীতায় ধান উদ্ধার করে প্রকৃত জমির মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্য স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে

——০————

সাতক্ষীরা সদর উপজেলায় খানপুরে পীর সাহেবদের ৭৭ বছর দখলকৃত ৯৩ শতক জমিতে তান্ডব চালিয়েছে হাসা ও মইদুল বাহিনী। জোরপূর্বক কেটে নিয়ে গেছে উক্ত ফসলী জমির সব বোরো ধান। পরে পুলিশের হস্তক্ষেপে কাটা ধান উদ্ধার। রবিবার সকালে এলাকার একদল চিহ্নিত দুস্কৃতিকারী জোর পূর্বক উক্ত জমির ধান কেটে নিয়ে চলে যায়। উল্লেখ্য খানপুর মৌজায় এস এ ৬১৬, সাবেক- ৩০০১, ও ৩০০২ বর্তমান -৫৪৫২ দাগের ৯৩ শতক জমির খানপুরের পীর সাহেব হুজুর মাওলানা এলাই বক্স এর নামে রেকর্ড পত্রাদি আছে। দীর্ঘ ৭৭ বছর উক্ত জমি ভোগ দখল করে আসছে। কিন্তু রবিবার সকালে শহিদুল ইসলাম (হাসা), মইদুল ইসলাম মইদুল, আজিজুল ইসলাম, নবাব আলী পিতাঃ হেকমত আলী, মোঃ আঃ জলিল পিতাঃ সুলতান, মোঃ বাপ্পী, পিতাঃ আঃ জলিল, জাহাঙ্গীর হোসেন, পিতাঃ শহিদুল ইসলাম হাসা, আঃ হামিদ, পিতাঃ জিয়াদ আলী, মোঃ সিরাজুল ইসলাম, পিতাঃ হেকমত আলী, মোঃ সামছুজামান, মোঃ আরিফুল ইসলাম, উভয় পিতাঃ সিরাজুল ইসলাম, মোঃ আলম পিতাঃ বাহাদুর এরা সকলে সদর থানার খানপুর, রইচপুর ও ঝিটকি গ্রামের বাসিন্দা। উল্লেখিত ব্যক্তিগন জোরপূর্বক ধান কেটে বাড়ি নিয়ে যায় এবং পীর সাহেব হুজুরের ছেলেরা বাধা দিলে অস্ত্র-সস্ত্র নিয়ে মারধর করতে আসে। পরবর্তীতে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করলে এসআই শিমুলের সহযোগিতায় ধান উদ্ধার করে প্রকৃত জমির মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।