ক্রাইমবার্তা রিপোট: বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী আর নেই। সোমবার দিনগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
মঙ্গলবার সকালে এ তথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া।
তিনি জানান, জিন্নাত আলীকে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। সোমবার তাকে নিউরো সার্জারিতে নিয়ে যাওয়া হয়। তখন তিনি অজ্ঞান ছিলেন। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করা হয়।
সেখানে তার মৃত্যু ঘটে।
জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। ১৯৯৬ সালে জন্মগ্রহণ করা জিন্নাত বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।
তার বড় ভাই ইলিয়াস আলী জানান, ১০ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। জন্ম থেকে হরমোনজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিল জিন্নাত।