খাতা কলমে সাতক্ষীরা জেলা করোনা মুক্ত

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা : ২৮ এপ্রিল বিকাল র্পযন্ত সাতক্ষীরা জেলাতে কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রামিত হয়নি বলে খাতা কলমেদেখানো হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আইইডিসিআর খুলনা থেকে পাঠানো আজ আরো ১টি রিপোটের ফলাফল তাদের কাছে এসে পৌছিয়েছে।  যার রিপোট নেঘেটিভ এসেছে। ফলে সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৯৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫৩জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো ১৫৩ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। অর্থাৎ সাতক্ষীরা জেলায় এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি। সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৬৮ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ৪ জন ও যুবউন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ৭ জন।

তবে, যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করতে গিয়ে সেখান থেকে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি তার সাতক্ষীরা শহরের বাড়িতে রয়েছেন। ইতিমধ্যে বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ তার ১৬ জন নিকট আত্মীয়ের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।