ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। গত তিনদিনে অকারণে রাস্তায় চলাচলের কারণে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে। যা গত ১৪ দিনের তুলনায় দ্বিগুনেরও বেশী।
যশোরের শার্শা থেকে করোনা আক্রান্ত হয়ে একজন স্বাস্থ্য কর্মীর সাতক্ষীরায় আসার ঘটনাকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নেয় সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসন। সেই পদক্ষেপের অংশ হিসেবে জেলার সকল প্রবেশদ্বারে চেকপোস্ট কসানো হয়। এই চেকপোস্টে সাতক্ষীরা থেকে বাইরের জেলায় যাওয়া বা আসা বন্ধ করা হয়।
সাতক্ষীরা জেলার এই সীমান্ত চেক পোস্টে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধে গত তিন সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়কালে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …