নারায়ণগঞ্জে গোডাউন থেকে যুবলীগ নেতার ১২০০ বস্তা চাল জব্দ

ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ   নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

গোডাউনের লোকজন বলছেন, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনিও একই দাবি করেছেন।

আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি।কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

দুর্নীতিবাজ, খুনি, স্বার্থান্বেষী মহলকে আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।