ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ৩৪৫ জনের নমুনা পাঠানো হয়েছে। ১৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ৩টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০টি অক্সিজেন সিলিন্ডার এবং ২০টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০টি বিছানা প্রস্তুত রয়েছে। এ পর্যন্ত সারা বিশ্বের নানা দেশ থেকে প্রায় ১৫ হাজার ৭৮ মানুষ সাতক্ষীরায় এসেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে লাল পতাকা এবং স্থানীয় কমিটির মাধ্যমে ১৫হাজার ৭৮ লোকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল। জেলা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করেছিল। এদিকে কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ২৬,৩০৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩,৮৬৩ জন। আইসোলেশনে আছেন ৫জন। কোয়ারেন্টিন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯,৪৫৫ জন।