চৌগাছায় অপহরণ মামলার আসামী গ্রেফতার

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম (৬০) অপহরণ মামলার আসামি হানিফ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। হানিফ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকতা রিফাত খান রাজিব জানান,আসামী হানিফ একজন ডাকাত সর্দার। তার নিকট থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই দলটি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিরীহ মানুষকে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো। সে চলতি বছরের ২৭ জানুয়ারি সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা নামক স্থান থেকে চাঁদপাড়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম (৬০) কে ডিবি পুলিশ পরিচয়ে একদল অপহরণকারী অপহরণ করে। ১দিন পরে চুয়াডাঙ্গা শহর থেকে অজ্ঞান অবস্থায় চৌগাছা থানা পুলিশ তাকে উদ্ধার করেন। এ ঘটনায় আশরাফুল ইসলামের ছেলে সোহাগ হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার ওসি (তদন্ত) এনামুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির সহয়তায় বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা শহরের ঋষিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

Check Also

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক এক, ১০ দিনের কারাদন্ড

চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে তালা উপজেলার খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্রে প্রক্সি দিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।