ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে ফজলুর রহমান (৩৩) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। তিনি উপজেলার যুগিখালী ইউনিয়নের ছোটরাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে।
যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ছোটরাজনগর গ্রামের কৃষক ফজলুর রহমান তার ছেলেকে নিয়ে রাতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে তারাবী নামাজ পড়তে যাওয়ার সময় পথিমধ্যে বাড়ির পাশে একটি নারিকেলগাছে বজ্রপাত ঘটে। এতে কৃষক ফজলু গুরুতর আহত হয়ে রাতেই মারা যান। এদিকে, তার শিশুপুত্র এতে মারাত্মক আতংকগ্রস্থ হয়ে পড়ে। তার অবস্থা এখন আশংকামুক্ত।
চেয়ারম্যান রবিউল ইসলাম আরো জানান, দুপুরে নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …