মোঃরুহুল আমিন( চৌগাছা) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় লাইলাতুল জান্নাত (৩৪) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। নিহিত জান্নাত উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তিলকপুর গ্রামের এনামুল কবির ইসমাইলের স্ত্রী।সে দুই সন্তানের মা।
বৃহস্পতিবার ইফতারের পর তিনি ঘরের দরজা বন্ধ করে বিষ পান করেন। রাতেই তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া হয়। অবস্থা খারাপ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার পর্যন্ত সেখানে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় শুক্রবার ওই রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শুক্রবার রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
জান্নাতের বাবা অ্যাডভোকেট তাইয়েব আলী তার মেয়ের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন চৌগাছা থানায়। তিনি বলেন,এটি পরিকল্পিত হত্যা।তিনি বলেন প্রায় ২০০৫ সালে চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের তিলকপুর গ্রামের এনামুল কবির ইসমাইলের সাথে মেয়ের বিয়ে দিই। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা ঝামেলা কোন্দল লেগে থাকতো। আমার বড় নাতি ইমরান হোসেনের জন্মের পর আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে এবং মারপিট করে।সেকারনে বেশ কয়েক বছর (নড়াইল) আমার বাড়িতে ছিল। সে সময় (২০১২ সাল) আমি আমার জামাইয়ের নামে মামলাও করেছিলাম। পরে আবার সমঝোতার মাধ্যমে তারা ঘরসংসার শুরু করেন। ২০১৪ সালে আমি আমার মেয়েকে দেখতে চৌগাছায় তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তখন আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে আসতে চাইলে আমার জামাইরা আমাদেরকে মারধর করে। সেকারনে ওই সময় আমি চৌগাছা থানায় একটি জিডিও করেছিলাম। গত দুইমাস আগে তাদের আরো একটি ছেলের জন্ম হয়। কিন্তু আমার জামাই পরকীয়ায় আসক্ত। এবং জামায়ের এসকল কাজে তার বাবা,মা এমনকি ভাইও সমর্থন করে। কিছুদিন আগে (গত ২৩ এপ্রিল) মেয়ের শ্বশুড় বাড়ি থেকে আবারো যৌতুকের জন্য মারপিট করে। আমার জামাইয়ের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে বলেই সে আমার মেয়েকে পছন্দ করেনা। বিভিন্ন মানষিক ও শারিরিক অত্যাচার করতে থাকে এটা সইতে না পেরেই আমার মেয়েটি বিষ খেয়ে মরতে বাধ্য হয়েছে।
এদিকে জান্নাতের স্বামী ইসমাইল হোসেন বলেন,আমি বৃহস্পতিবার ইফতারের পর তিলকপুর বাজারে যাই। এ সময় আমার স্ত্রী আমার বড় ছেলে ৭ম শ্রেণীর ছাত্র ইমরানের কোলে ছোট ছেলে ইশানকে (২মাস) দিয়ে তার ঘরের দরজা বন্ধ করে ঘাস পোড়া ঔষধ খায়। আমার ছেলের কান্নাকাটি ও চেঁচামেচিতে আমার মা বাবা ছুটে এসে ঘরের দরজার ভেঙ্গে তাকে উদ্ধার করে আমিও সংবাদ পেয়ে বাড়ি এসে তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান,বৃহস্পতিবার স্বরুপদাহ ইউনিয়নরে তিলকপুর গ্রামের লাইলাতুল জান্নাত নামে এক গৃহবধু বিষ পান করে । শুক্রবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়ের বাবা এ্যাড.শেখ তাইয়েব আলী আসাদ তার মেয়েকে আত্নহত্যা করতে বাধ্য করা হয়েছে মর্মে ওই ৭ জনকে অভিযুক্ত একটি আত্নহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।