সাতক্ষীরায় নতুন কেউ আক্রান্ত নেই, ২০৩ টি রিপোর্ট নেগেটিভ

ক্রাইমর্বাতা রিপোর্ট, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৫৭ জনকে। এছাড়া, এ জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২০৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২০৩ টি রিপোর্ট নেগেটিভ ও একটি পজিটিভ এসেছে।
এদিকে, তালা উপজেলার নগরঘাটাার এনজিও কর্মী সঞ্জয় সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলা পুলিশ তার কর্মরত প্রতিষ্ঠান ঋশিল্পীসহ সদর উপজেলার আরো সাতটি বাড়ি ও প্রতিষ্ঠান লক ডাউন করেছে। এর আগে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশে পাশের ১০ টি বাড়ি লকডাউন করা হয়। এ নিয়ে মোট ১৭ টি বাড়ি ও প্রতিষ্ঠান লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গতঃ এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে হোম আইসোলেশনে আছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।