ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান মোশার বিরুদ্ধে ত্রাণ বিতরণের অভিযোগ করেছেন তার পরিষদের মেম্বররা। অভিযোগকারি মেম্বররা হলেন ৫নং ওয়ার্ডের ভৈরব ঘোষ, ৩নং ওয়ার্ডের আব্দুল করিম ও ৯নং ওয়ার্ডের মুতাছিম বিল্লাহ। তারা অভিযোগ করে বলেন, ২০১৬ সালে পরিষদ নির্বাচনে পর থেকে অদ্যাবধি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা তার নিজের ইচ্ছেমত পরিষদ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান করোনা মহামারিতে সরকারের দেওয়া ত্রাণ তার ইচ্ছেমত অনিয়মের মাধ্যমে বিতরণ করে আসছে। সেখানে এ তিনজন মেম্বরকে কোনভাবে জানানো হয়নি। যে সমস্ত ত্রাণ তিনি বিতরণ করেছেন তা সম্পূর্ণ তার নিজের লোকদের মধ্যে। এ বিষয়ে তারা খোঁজখবর নিতে পরিষদে গেলে দা বাহিনী দিয়ে হুমকি দেওয়া হয়। এমনকি তাদের সরকারি ভাতাও বন্ধ করে দেওয়া হয়। সে কারণে তিনজন মেম্বর গত ১৬ এপ্রিল চেয়ারম্যান মোশার বিরুদ্ধে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তাতে কোন ফল হয়নি বলে মেম্বররা জানান। তারা বিষয়টি দেখবার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …