ক্রাইমর্বাতা রিপোর্ট: কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় এবার রোজা রেখে কৃষকের ধান কেটে দিলো ছাত্রদল।কলারোয়া পৌরসদরে তুলসীডাঙ্গা (পশ্চিম) গ্রামের এক অসহায় কৃষকের পাকা ধানস্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।সোমবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলামচন্দনের নেতৃত্বে ওই কৃষকের ধান কাটা হয়।তুলসীডাঙ্গার ওই কৃষকের শ্রমিক না পাওয়া ও সংকটের কথা সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে প্রচার দেখে কৃষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন জেলাছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। আশ্বাস দেন স্বেচ্ছায় ধানকেটে দেওয়ার।যার ফলশ্রæতিতে সোমবার ওই কৃষকের ১৩ কাঠা জমির পাকা ধান কেটে দিলেনছাত্রদলের নেতাকর্মীরা। রোজা রেখে তারা ধান কেটেছেন বলে জানা যায়।ধান কাটতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে অংশ নেন- মফিজুল ইসলাম, ইশারুলইসলাম, মহিনুল ইসলাম সাগর, রাজন গাজী, জাহাঙ্গীর আলম, রাসেল, আরিফ, হৃদয়,ইসারাত, সজীবসহ প্রমূখ।বিষয়টি নিশ্চিত করে মমতাজুল ইসলাম চন্দনসহ ছাত্রদল নেতারা জানান-‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগেসম্মানিত সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে সাংবাদিকআসাদুজ্জামান আসাদের পিতা কলারোয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাঅসহায় দিনমজুর কৃষক ১৩ কাঠা জমির মালিক সৈয়দ আলীর ধান কেটে দিয়েছেন। উক্তধানকাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রসঙ্গত,সাংবাদিক আসাদ তার পিতা কৃষক সৈয়দ আলীর ধান কাটতে পারছে না এমন সংবাদফেসবুকে পরিবেশন করায় জেলা ছাত্রদলের নেতৃত্বে উক্ত কৃষকের সাথে যোগাযোগকরে ধান কাটা শুরু করা হয়। ছাত্রদলের সকল নেতাকর্মী আজকের কর্মসূচিতেছিলেন না বা থাকতে পারেন নাই। তারা আগামিকাল ফজর নামাজের পর এইকর্মসূচিতে অংশ নেয়ার জন্য বলা হয়েছে। যতদিন যাবত কৃষকদের ধান বাড়িতে নাওঠে ততদিন ছাত্রদল এ কর্মসূচি পরিচালনা করে যাবে ইনশাআল্লাহ।’কৃষক সৈয়দ আলী জানান- ‘ছাত্রদলের ছেলেরা তার ধান কেটে দেওয়াতে খুব খুশি।তাদের জন্য প্রাণ ভরে দোয়া রইলো। তারা ভালো থেকে সুস্থথাকুক।’উল্লেখ্য, সম্প্রতি কলারোয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অসহায় কৃষকের ধানকেটে দেয়া, মাঠ থেকে রাস্তায় পৌছে দেয়া ও ঝেড়ে দেয়ার কাজ করেছেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …