সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের উদ্দ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের উদ্দ্যোগে করোনা ভাইরাসে অবরুদ্ধ ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে জেলাব্যাপী খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  রবিবার সকালে জেলা আশাশুনি উপজেলায় আসহায় দরিদ্রদরে মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেণ বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মুহাদ্দীস রবিউল বাশার।

০১) চাউল- ৫ কেজি
০২) ডাউল- ১ কেজি
০৩) আলু- ২ কেজি
০৪) পিয়াজ- ১ কেজি
০৫) তেল- ৫০০ গ্রাম
০৬) ছোলা- ৫০০ গ্রাম
০৭) চিনি- ৫০০ গ্রাম
০৮) মুড়ি- ১ প্যাকেট
০৯) সাবান- ১ টি
১০) খেজুর – ৫০০ গ্রাম

 

এছাড়া জেলার বাকি থানাগুলোর  পর্যায়ক্রমে সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের উদ্দ্যোগে  খাদ্যদ্রব্য বিতরণ করা হবে।  সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেল একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্বের ৬১ দেশে বাংলাদেশীদের একটি কমিউনিটি।

সাতক্ষীরা জেলা থেকে যারা বিদেশে র্কমরত তারা জেলা বাসির জন্য বিভিন্ন র্দুযোগে অসহায়দের সাহয্য যহযোগীতা করে থাকে। প্রেসবিজ্ঞপ্তি।

Check Also

কুয়েটের বহিষ্কারাদেশ থেকে নির্দোষ শিক্ষার্থীদের অব্যহতি প্রদানের দাবি ছাত্রশিবিরের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।