হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বুধবার (৬ মে) ভোর ৫ টায় ত্রিশ মিনিটের প্রবল কালবৈশাখী ঝড়ে ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। ঝড়ের কবলে উপজেলা সদরের “বকুল ডিজিটাল সাইন” এর ঘরের ছাউনী উড়ে জলাবদ্ধ হয়ে প্রায় ৮ লক্ষ টাকা মুল্যের প্যানা প্রিন্ট মেশিন, ৫ টি কম্পিউটার সহ অন্যান্য জিনিস পত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। সবমিলে বকুল ডিজিটাল সাইন এর প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মালিক আজিজ আহম্মেদ জামি।তাৎক্ষনিক প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার উপর দিয়ে ভোর রাতে আকষ্মিক প্রবাহিত ঝড়ের কবলে ১২টি ইউনিয়নে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। জ্যৈষ্ঠের মধু মাসে গাছের আম, জাম, লিচু সহ বহু জমিতে থাকা পাক ধান্য ফসলের ক্ষতি সাধিত হয়েছে। অনেক কাচা বসতি ঘরের উপর বড় বড় গাছ উপড়ে পড়েছে ও ঘরের ছাউনী উড়ে গেছে। তাছাড়া গাছের ডাল পালা ভেঙ্গে পড়েছে অনেক স্থানে। এরিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা জানা যায়নি। তবে ভোর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ ছিলোনা বলে জানাগেছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …