ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা: সাতক্ষীরায় স্বামীর শারীরিক নির্যাতনে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ই মে) সকালে সাতক্ষীরা সদরের নলকুড়া এলাকার এই ঘটনাটি ঘটে। নিহত ডলি সাতক্ষীরা সদরের কৈখালি এলাকার বাকের আলীর কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ডলি তার স্বামী ওহিদুজ্জামন, এক ছেলে ও এক কন্যা নিয়ে নলকুড়া এরাকার কলনীপাড়ায় বিএনপি নেতা বাবুর বাড়িতে ভাড়া থাকতেন। ওহিদুজ্জামান সদরের নেবাখালি এলাকার আব্দুল খালেকের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা ও নিহতের এক আত্মীয় জানায়, ওহিদুজ্জামানের সাথে নানা সময় নানা বয়সী মানুষ আসা যাওয়া করতো। এই নিয়ে ডলির সাথে প্রায়ই ওহিদুজ্জামানের ঝগড়া হতো। সোমবার (৪ মে) রাতেও তাদের বাড়িতে সদরের কাশেমপুর এলাকার শরিফা আক্তার নামে এক নারী অবস্থান করে। এই নিয়ে রাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া ও ধস্তাধস্তি হয়। তাদের বাড়িতে মারপিট ও চিৎকারের শব্দ শুনেছি। ৫ মে সকালেও তাদের বাড়িতে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে ওহিদুজ্জামান ডলিকে আঘাত করে। আর আঘাতেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারণা করছেন। এইদিকে ঘটনার পর থেকে ওহিদুজ্জামান পলাতক। এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কাঠিয়া ফাঁড়ির ইনচার্জ মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি ওহিদুজ্জামনের অনেকগুলো বিয়ে ছিল। আর নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে মারত্মক আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত না করা পর্যন্ত ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা ঠিক হবে না। তার লাশ বর্তমানে পুলিশের হেফাজতে আছে। বুধবার লাশের ময়নাতদন্ত হবে। নিহতের স্বামী পলাতক আছে। আমরা তাকে আটকের সর্বাত্মক চেষ্টা করছি। এই বিষয়ে নিহতের পরিবারবর্গ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …