হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ মে)বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন জনসচেতনতায় জনগনকে উদ্বুদ্ধ করণে বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলামসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন এসময় উপজেলার ফুলতলা বাজারসহ বিভিন্ন বাজারে ও গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে মনিটরিং করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনগন সরকারি নির্দেশনা মানছে কিনা তা দেখার পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় এবিষয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য প্রদান করেন।