জনসাধারণ ও প্রশাসনের পক্ষ থেকে প্রশংসায় ভুষিত হলেন চেয়ারম্যান আজিজুর রহমান

হাফিজুর রহমান শিমুলঃকরোনা ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও ত্রান বিতরণ সহ নানাবিধ প্রসংশায় ভূষিত হলেন কালিগঞ্জ উপজেলার নলতার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। এলাকার সর্ব সাধারণের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। বুধবার (৬ মে) রাত দেড়টায় হঠাৎ নলতা ইউনিয়ন পরিষদে উপস্থিত হলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। তখনও চেয়ারম্যান আজিজুর রহমান জনকল্যাণে রাত জেগে পরিষদেই ছিলেন। সংঙ্গে ইউপি সচিব কামরুল হাসান বাবুসহ ছিলেন ইউপি সদস্যবৃন্দ। গভীর রাতে পরিষদে জনপ্রতিনিধিদের এমন চিত্র দেখে ইউনিয়ন পরিষদের পরিদর্শন বহিতে নানান প্রশংসায় লিপিবদ্ধ ও স্বাক্ষর করলেন ইউএনও মোঃ মোজাম্মেল হক রাসেল। চেয়ারম্যান আজিজুর রহমান সরকারী দান অনুদানের বাহিরে ব্যাক্তিগত অর্থে জনগনের কল্যাণে ব্যাপক অবদান রেখে চলেছেন। অদম্য সাহস, উদার মানুষিকতা আর ন্যায় বিচারের পাশাপাশি বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনগনের পাশে থাকায় তিনি হয়ে উঠেছেন সর্বজনবিদিত।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।