আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরাঃসাতক্ষীরার মুক্তিযোদ্ধা ও শিক্ষকের ছেলে পরিবেশ রক্ষা কমিটির নেতা রাউফুজ্জামান কে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম ও হাত ভেংগে দেয় মাদক মামলার আসামীরা।
সাতক্ষীরা সদরপৌরসভার মুনজিতপুর গ্রামের ফারুক, মুজিবর, মনোয়ার , আজিবর, দীশা, মেঘা, রহিমা, তানজিলা , খালেদা, এবং দক্ষিণ কামালনগর গ্রামের ইউসুফ সুলতান মিলন (বাপ্পী) সহ আরোও কয়েক জন ২ মে বেলা আড়াই টার সময় মুনজিতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা , সাবেক শিক্ষক , মরহুম আব্দুল মাজেদের বাড়ীতে প্রবেশ করেন, ‘ ল ‘ কলেজের ছাত্র ,পরিবেশ রক্ষা কমিটির নেতা,সাংবাদিক রাউফুজ্জামান কে হত্যার জন্য কপালে জখমও করে,রাশেদুজ্জামানের পা হাটু এবং নাকের হাড় ভেংগে দিয়েছে এবং চোখের নীচে জখম করে। যার কারনে জখমী রাশেদুজ্জামান নিশ্বাস নিতে পারছেনা, চোখে দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে । তার ভাবী অন্তসওা শারমিন সুলতানার তলপেটে লাথি মারেন। চার লাখ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং এক লাখ টাকার ক্ষতি সাধন করে। জখমী রাউফুজ্জামান , রাশেদুজ্জামান, রাজু আহমেদ ও শারমিন সুলতানা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি । এই আসামী দের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে মাদক মামলা কোটে চলমান আছে । এই ঘটনায় জখমী রাউফুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫ তারিখ মামলা করেন। মামলা নং – ৯ । বর্তমানে আসামীদের হুমকী ও ভয়ভীতি তে জখমী রাউফুজ্জামান সহ তার ভাই ও পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটি সাতক্ষীরা পুলিশ সুপারে সুদৃষ্টি কামনা করেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …