ক্রাইমর্বাতা রিপোট তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিলাত আলী মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধ গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিলাত আলী মোড়ল জেঠুয়া গ্রামের মৃত খোদাবক্স মোড়লের ছেলে।
এলাকাবাসী জানান,বিলাত আলী মোড়ল দীর্ঘদিন অসুস্থ থাকার কারনে বাড়ির পাশে মসজিদের ভিতরে ফ্যানের সিলিং এ গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়। তালা থানা ওসি মেহেদী রাসেল,মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …