ডেক্স রিপোর্টঃ সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে ১ হাজার দুস্থ পরিবারের মধ্যে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী জি, এম, হাফিজুর রহমানের অর্থায়নে “করোনা” ইস্যুতে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ শুভ উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাঃ এস, এম, আব্দুর রউফ, অর্থদাতা জি, এম, হাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক, আওয়ামীলীগের সেক্রেটারী আবুল হোসেন, ইউপি সদস্য জহুর মোল্যা, সাবেক যুবলীগ সভাপতি রেজাউল করিম প্রমূখ। ‘করোনা’ ভাইরাস ইস্যুতে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ১ হাজার কর্মহীন ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর ও ছোলা প্যাকেজ তাদের বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …