২৪ ঘণ্টায় যশোর, মাগুরা ও চুয়াডাঙ্গায় ১৪ জন আক্রান্ত

যশোর ব্যুরো প্রধান:   যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা করে যশোরসহ তিনটি জেলায় আরো ১৪টি নমুনা করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর ও মাগুরার তিনটি করে এবং চুয়াডাঙ্গার আটটি নমুনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে দায়িত্বপ্রাপ্তরা বলছেন, বৃহস্পতিবার এই ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১৪টি নমুনার মধ্যে তিনটি, মাগুরার ১৬টি নমুনার মধ্যে তিনটি এবং চুয়াডাঙ্গার ২৮টি নমুনার মধ্যে আটটিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। বাদবাকি ৪৪টি নমুনা নেগেটিভ রেজাল্ট দিয়েছে।
এই বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার জন্য বৃহস্পতিবার চার জেলার মোট ১০৭টি নমুনা এসেছিল। এর মধ্যে ঝিনাইদহের কোনো নমুনার পরীক্ষা সম্পন্ন হয়নি।
বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, গেল রাতে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। সেই কারণে সব নমুনা পরীক্ষা করা যায়নি। বিশেষ করে ঝিনাইদহের নমুনাগুলোর ফলাফল চূড়ান্ত করা যায়নি।
তিনি জানান, তাদের ল্যাবে জেনারেটর সাপোর্ট আছে। কিন্তু এসি-সহ বড় মেশিনগুলোকে সাপোর্ট দিতে পারে না জেনারেটরগুলো। তাই ১০৭টির মধ্যে ৫৮টি নমুনার ফল দেওয়া সম্ভব হয়েছে। তবে অন্য নমুনাগুলোর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের এই চেয়ারম্যান।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।