আককাজ ঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও আগত দর্শণার্থীদের জন্য স্থাপনকৃত জীবাণুমুক্ত রাখতে হাত ধোয়ার ২টি বেসিন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ দ্বারের পাশে প্রধান অতিথি হিসেবে নিজে হাত ধুয়ে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও আগত দর্শণার্থীদের জন্য সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক স্থাপন করা বেসিন দু’টি করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখবে। জেলা প্রশাসক নিজে হাত ধুয়ে বেসিন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটকে এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, কার্যকরী সদস্য শেখ হারুন উর রশিদ ও শেখ তহিদুর রহমান ডাবলুসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্যরা।
Check Also
আশাশুনিতে কর্মী সম্মেলনে আওয়ামী লীগকে জামায়াত নেতার কঠোর হুঁশিয়ারি বার্তা
স্টাফ রিপোর্টার:আশাশুনিতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় আলামিন …