ক্রাইমবার্তা রিপোটঃ সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত পদ্ধতিতে অনলাইনে লটারির মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ২ হাজার ৭৮৬জন কৃষক নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির ব্যবস্থাপনায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই লটারি সম্পন্ন হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সরাসরি তত্ত্বাবধানে কৃষক নির্বাচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব দাস প্রমূখ।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে ৬ হাজার ৭৩০ জন আবেদনকারীর মধ্যে থেকে ২ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যে কৃষক নির্বাচন করা হয়।