সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাতক্ষীরার প্রথম করোনা রোগী সুমন: পুলিশ প্রশাসনের অভিনন্দন

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা:    সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রুগী মাহমুদুর রহমান সুমন (৩২) আজ ১৫ মে পুরোপুরি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দিত করেন ।    একই সাথে তার বাড়ির লকডাউন তুলে নেয়া হয়। পরপর  দুদিন তার   নমূনায় দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। উল্লেখ তিনি যশোরের শার্ষায় ল্যাব টেকনিশিয়ানে চাকরি করেন। সেখানে করোনায় আক্রান্ত হন। মাহমুদুর রহমান সুমন (৩২) পেশায় স্বাস্থ্যকর্মী। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরের বাসিন্দা।গ

এর আগে  গত ২৬ এপ্রিল  সাতক্ষীরায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্ত মাহমুদুর রহমান সুমন (৩২) পেশায় স্বাস্থ্যকর্মী। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরের বাসিন্দা।

রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগারে তার দেহে ভাইরাসটি ধরা পড়ে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ‘যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলীর সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে তাদের স্বাস্থ্যকর্মী মাহমুদুর রহমান সুমন করোনায় আক্রান্ত। তার নমুনা রিপোর্ট পজেটিভ। বেলা দেড়টার দিকে সুমনের বাড়ির পাঁচ সদস্য, বাড়ির মালিক ও তার পরিবারকে  লকডাউন করা হয়েছে।’

ডা. ইউসুফ বলেন, ‘সুমন শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার নমুনা পাঠানো হয়। আজ নমুনার রিপোর্ট পজেটিভ আসে। সুমন বর্তমানে সাতক্ষীরার বাড়িতে অবস্থান করছেন।’

সুমন জানান, তিনি সাতক্ষীরার বাসা থেকে প্রতিদিন শার্শাতে গিয়ে অফিস করেন। দুদিন আগে তার এক সহকর্মীর করোনা পজেটিভ ধরা পড়ে। ওই সহকর্মীর সংস্পর্শে থাকায় তার শরীরের নমুনা নিয়েও পরীক্ষা করা হয়। ‘রবিবার সকালে জানানো হয় আমার করোনা রিপোর্ট পজেটিভ।’

 

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।