করোনা ভাইরাস একদিনে রেকর্ড শনাক্ত ১২০২, মৃত্যু ১৫ঃ সাতক্ষীরায় নতুন করে আক্রান্ত নেই

ক্রাইমবার্তা রিপোটঃ     দেশজুড়ে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এটিই এ যাবৎকালের রেকর্ড শনাক্ত। অন্যদিকে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮। অন্যদিকে মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৫৩৯টি। এর মধ্যে পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৮২টি।

পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ২০২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৫জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৩ লাখ ৩ হাজার ৫৮৬ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৪০ হাজার ২৪৪ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৫৩৯ জন।

Check Also

আ. লীগের বিচার দাবিতে গুলিস্তানে গণজমায়েতের ডাক শিক্ষার্থীদের

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।