জেলার প্রথম করোনা রোগীকে করোনামুক্ত ঘোষণাঃ
————————————————————————–
সাতক্ষীরা জেলার প্রথম করোনা পজিটিভ রোগী শার্শা উপজেলার স্বাস্থ্যকর্মীর পরপর দুটি রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে করোনামুক্ত সার্টিফিকেট প্রদানের সময় মান্যবর জেলা প্রশাসক সাতক্ষীরা, জনাব মোস্তফা কামাল মহোদয়, সিভিল সার্জন,সাতক্ষীরা জনাব মোঃ হুসাইন শাফায়াত মহোদয় ও জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুস্টিকর ফল উপহার হিসাবে তুলে দেওয়া হয়।পুলিশ সুপার,সাতক্ষীরা জনাব মোস্তাফিজুর রহমান উপস্থিতিতে এর পূর্বে আক্রান্ত ব্যক্তির ও তার আশেপাশের বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়।
বাড়িতে থেকেও অন্য রোগ না থাকলে করোনা রোগী স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করতে পারে।
তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলে করোনা প্রতিরোধ করি।
(সিভিল সার্জনের কার্যালয়,সাতক্ষীরা, ১৫/০৫/২০২০) প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …