Share
তিনি আরও জানান, নতুন আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত ইটভাটা ও গার্মেন্টসে কাজ করতেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এরপর তাদেরও নমুনা পরীক্ষা করা হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান, নতুন আক্রান্ত ২৪ জনসহ আরও চারজন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
——–০——————
ক্রাইমবাতা রিপোটঃ সাতক্ষীরা: সাতক্ষীরা সংবাদদাতা: অনেক দিন ধরে করোনা মুক্ত জেলা সাতক্ষীরায় হঠাৎ করে একদিনে ২৪ জন করোনাূ আক্রান্ত হয়েছে। এরমধ্যে দেবহাটায় ২৩ জন ও আশাশুনিতে ১ জন। এনিয়ে সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত হলেন ২৮জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ জন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি তার ফেসবুকে স্টাটাসের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
এদিকে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
এৃত ওই নারীর নাম তানজিরা খাতুন (৫২)। তিনি সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ৪ দিন আগে ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। সিভিল সার্জনের বরাত দিয়ে ডাঃ জয়ন্ত সরকার জানান, ওই নারী মেডিকেলে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে, তার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, রিপোর্ট পাওয়ার পর তার বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ৪ দিন আগে ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। সিভিল সার্জনের বরাত দিয়ে ডাঃ জয়ন্ত সরকার জানান, ওই নারী মেডিকেলে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে, তার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, রিপোর্ট পাওয়ার পর তার বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।