টীম অনলাইন ফোরাম “ঢাকার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

টীম অনলাইন ফোরাম “ঢাকা জেলা কমিটির” পক্ষ থেকে ২য়বারের মতো অসহায়দের মাঝে ঈদ_উপহার প্রদান করা হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব M A Khalid ও ঢাকা জেলার সহ সভাপতি জনাব Md Anis Ul Mostaque

৮০০ টাকার প্রতি প্যাকেটে যা ছিলো,,,
চাউল — ৫ কেজি
ডাউল — ১ কেজি
আলু —– ২ কেজি
সয়াবিন – ১ লিটার
চিনি —— ১ কেজি
লবন —– ১ কেজি
লাচ্চি সেমাই – ১ টি
সাবান —- ১ টি
এছাড়া,,
গুড়া দুধ, লম্বা সেমাই, নুডুলস, মসল্যা, কিসমিস, বাদাম ছিলো।

আর্তমানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
Help us, we will help others.

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।