ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: নিয়মন না মেনেই আজ মঙ্গলবার ১৯ মে সাতক্ষীরা শহরের প্রান কেন্দ্র তুফান কোম্পানি মোড় সংলগ্ন একটি মৎস পোনার দোকান থেকে ত্রাণ বিতরণ করা হয়। রেনু পোনা ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির এ ত্রাণ বিতরণ করেন। ত্রান নিতে সেহেরী খাওয়ার পর থেকে ভিড় করতে থাকে অসহায় দুস্থরা। এর পর সকাল ১০টার ইদকে জন প্রতি ৩০০করে টাকা প্রদান করা শুরু হলে। হুড়ু হুড়ি বেধে যায়। কয়েকশ নালি,পুরুশ ও শিশুরা নগত টাকা নিতে হুমড়ি খেয়ে পড়ে। ত্রাণ বিতরণে মানা হয়নি সামাজিক দূরাত্বে বিধান। ফলে করোনা ঝুকি নিয়েই ত্রান সংগ্রহ করতে বাধ্য হয় অসহায় মানুষ গুলো। প্রতিবছর রমজানে তিনি ৪ থেকে ৫লাখ টাকা এভাবে ব্যবসায়ী মনিরুল দান করে থাকেন। অনেকে বলছে ত্রাণ বিতরণের নামে করোনা ভাইরাস ছড়ানো হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …