ক্রাইমর্বাতা রির্পোট:সাতক্ষীরা: সাতক্ষীরায় করোনা আক্রান্ত এক ব্যক্তির স্ত্রীও করোনায় আক্রান্ত:মোট আক্রান্ত ৩০, কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রথম থেকে সাতক্ষীরা আক্রান্তের সংখ্যা কম থাকলেও দিন বৃদ্ধির সাথে সাথে সাতক্ষীরা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত দৃষ্টিপাত কে জানান জেলা বিভিন্ন উপজেলা থেকে করোনা ভাইরাস সন্দেহে ৭০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নেগেটিভ ৪০১টির পজেটিভ ৩০টির। গতকাল পজেটিভ আসছে কলারোয়া উপজেলার টার্কী গ্রামের ঢাকা ফেরত মাজেদুুল ইসলামের স্ত্রী মীম (২২)। তার স্বামীর গত ১৬ মে পজেটিভ ধরা পড়ে তার বাসা লকডাউন ছিল। তিনি আরো বলেন জেলায় আক্রান্তের মোট দুই জন সুস্থ হয়েছে। এরা হলেন শহরের কাটিয়া স্বাস্থ্যকর্মী মাহমুদুল হাসান সুমন ও এনজিও কর্মী ব্লগর ঘটার সঞ্জয়। বাকিরা আইসোলোশনে রয়েছে।
Check Also
দুর্নীতিবাজ, খুনি, স্বার্থান্বেষী মহলকে আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী …