এটি কোন ত্রানের লাইন নহে,স্বেচ্ছাশ্রমে হাজারো জনতা মিলে তাদের জীবন বাঁচানো বাঁধ নিজেরাই মেরামত করে ফেলেছে। জেলা পুলিশের পক্ষ থেকে সবার প্রতি গভীর শ্রদ্ধা।
আনুলিয়ার আশাশুনি থানার সকল ভেড়ি বাঁধের কাজ ফজরের নামাজের পর থেকে হাজার হাজার জনতা দিয়ে সম্পন্ন করা হল,এক সাথে বার তেরটি ভাঙ্গন দুই কিলোমিটারের মত বাধ বেঁধে ফেলা নজির বিহীন কাজটি আনুলিয়াবাসী করে ফেলেছে,বন্ধনের আরেক নাম আনুলিয়া,এত অল্প সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের পাশে থাকবো,আমাকে যারা সাহায্য করেছেন সকলকে প্রান থেকে ভালবাসা শ্রদ্ধা জানাই।এভাবে আছি আমরা সবাই।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …