ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: অদ্য ইং-২৩/০৫/২০২০ তারিখ পাটকেলঘাটা থানা এলাকার নগরঘাটা ইউপির কাপাসডাঙা গ্রামে করোনা রোগী সঞ্জয় সরকার পর পর তিনবার পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় উক্ত এলাকার লকডাউন উঠিয়ে নেওয়া হয় এবং তাকে ফুল দিয়ে বরন করেন তালা-কলোরোয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তফা লুৎফুল্লাহ মহোদয় , উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনদ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ ও তালা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের ডাঃ রাজিব। এছাড়া থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
