ক্রাইমবার্তা রিপোটঃ সউদী আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭ টায় সদর উপজেলার কুশখালি ইউনিয়নের বাউকোলা গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, স্থাণীয় মাওলানা মহব্বত আলী।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লী আব্দুল্লাহ সরদার জানান, বিগত ৮ বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার সাথে তারা রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। তিনি বলেন, কোরবাণীর ঈদও একইভাবে উদযাপন করা হয়। তিনি আরো জানান, করোনার কারণে এবার পার্শ্ববর্তী ঘোনা ইউনিয়ন ও তালা উপজেলা থেকে অনেকে নামাজে যোগ দিতে পারেননি। তারপরও ঈদের জামায়াতে নারী-পুরুষসহ ৩৩ জন অংশগ্রহণ করেছেন
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …