ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা: দেবহাটায় করোনার উপসর্গ নিয়ে মধ্য বয়সী এক নারীর মৃত্যু, ১০ টি বাড়ী লকডাউন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,পিপিএম(বার) দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে (২৫ মে) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন সখিপুর ইউনিয়নের পাচপোতা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী। তার বাড়ী সহ আশপাশের ১০ টি বাড়ী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লকডাউন করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসাবে পূর্ব সর্তকতার কার্যক্রম হিসাবে দেবহাটা থানাধীন পাঁচপোতা এলাকা সহ আশপাশের এলাকা লক ডাউন করা হয়। উক্ত মৃত্যু ব্যক্তি করোনা আক্রান্তে মৃত্যু বরণ করেছে কিনা তাহা যাচাই করার জন্য তাহার নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়।করোনা মোকাবেলায় আপনারা সকলে সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল মৈত্র,থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী প্রমুখ।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মধ্য বয়সী এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুর ২ টায় মারা যান ওই নারী। এর আগে ভোর রাত ১ টার দিকে মারা যান ৭০ বছর বয়সের এক বৃদ্ধ। মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ঈসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৬) ও সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত ইজার আলীর ছেলে আয়ুব আলী (৭০)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ২৩ মে সেলিনা বেগম নামের ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়। এদিকে, বৃদ্ধ আয়ুব আলী একই উপসর্গ নিয়ে গত ২২ মে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, মৃতবরণকারী দুই ব্যক্তিরই মেডিকেলে ভর্তির পর ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি