ক্রাইমবার্তা নিপোটঃসাতক্ষীরাঃ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন পিয়ার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
মৃত পিয়ার আলী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে।
সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের আব্দুল হাই জানান, তার জামাতা পিয়ার আলী তাদেও বাড়িতে থেকে চাষকাজ করতো। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুর একটার দিকে তার জামাতা পিয়ার আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার বাড়ি ও শ্বশুর বাড়ি লক ডাউন করা হবে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …