খুলে দেয়া হচ্ছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদে নববী

আগামীকাল জনসাধারণের জন্য খুলে যাচ্ছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদে নববী। তথ্যটি নিশ্চিত করেছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী।

এক বিবৃতিতে জানান, মসজিদে প্রবেশের সময় এবং সেখানে অবস্থানকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মক্কা ও মদিনার দুটি মসজিদ সাধারণ মুসল্লিদের জন্য খুললেও; পরিস্থিতি বিবেচনা করে ২১ জুন নেয়া হবে জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত।

এছাড়া, রোববার বিশুদ্ধকরণের পর খুলে দেয়া হচ্ছে দেশটির ৯০ হাজারের বেশি ছোটবড় মসজিদ। একইদিন, জেরুজালেমেও খুলে দেয়া হবে পবিত্র আল-আকসা মসজিদ।

করোনাভাইরাসের বিস্তাররোধে রমজান মাসের আগে সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ করা হয় কাবা শরীফ’সহ পবিত্র স্থাপনাগুলো। তবে, সেখানকার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতাকর্মীরা সামাজিক দূরত্ব মেনে আদায় করেন ৫ ওয়াক্ত নামাজ এবং তারাবিহ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।