ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা: সাতক্ষীরা সংবাদদাতা: দারিদ্রকে জয় করে এসএসসিতে এপ্লাস পেয়েছে রাশেদুল ইসলাম (রাজু)। সে সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের মঙ্গলানন্দকাটি গ্রামের মোতালেব শেখের ছেলে। তার মা শাহানারা খাতুন লোকের ক্ষেতে কাজ করে রাজুর পড়া লেখা করাতো। বাবা কোন রকমে কৃষি কাজ করে। এক দিন করে তো দুদিন কাজ বয় না। ২০২০ সালে খলিষখালি মাগুরা কলেজিয়েট স্কুল থেকে সে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়েছে। মা-বাবা কেউ লেখাপড়া জানে না। এ প্লাস কি তাও ভলোভাবে তারা বলতে পারেনা। এরই মাঝে রাজু বেড়ে উঠে। বাড়িতে তার বিদ্যুত ও ছিলনা। এমনকি অসুস্থ বোনের জন্য গণমাধ্যমে আর্থিক সাহাযৌর আবেদন করে একটি সংবাদ প্রাশিত হলে বৃত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাজুর পড়া লেখা বন্ধের উপক্রম হলে তার স্কুলের শিক্ষকরা এগিয়ে আসে। এরপর ছেলের কথা ভেবে মা বিদেশে পাড়ি জমায়। বাড়ি একা হয়ে পড়ে রাজু। তার মা বর্তমানে সৌদিতে একটি বাড়িতে কাজ করেন। সেখান থেকে রাজুর পড়া লেখার খরচ পাঠান । বাড়িতে বিদ্যুৎ ও চলে এসেছে। এসএসসিতে এ প্লাস পেয়ে মায়ের মুখে হাসি ফুটালো রাজু। তার মা এ প্রতিবেদককে জানালো রাজুর পড়া লেখার খরচ বহন করার জন্য তিনি আরো কয়েকটি বছর বিদেশে গৃহের কাজ করবেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …