মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আশরাফুল ইসলাম খোকা (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে খুলনা আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল করোনার উপসর্গে মৃত্যুর খবর শোনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তার বাড়িসহ বসন্তপুর গ্রাম লকডাউন করার নির্দেশ দিয়েছেন। মৃতের শ্যালক মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের সদস্য মুজিবর রহমান জানান, তার বোনাই ঢাকা থেকে দূরে নরসিংদীর মোয়াবাজারে ইজিবাইকের একটি শোরুমে চাকুরী করতো। ঈদের আগে অসুস্হ্য অবস্থায় বাড়িতে আসলে প্রথমে তাকে উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ হাবিবুল্লার এর তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। তারপরও শরীরের অবস্তা অবনতি হওয়ায় গত বুধবার তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে সে মারা যায়। এদিকে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে নমুনা পরীক্ষার ফলাফল এখনো আমাদের হাতে আসেনি। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন জানান, ঈদের আগের দিন আশরাফুল ইসলাম অসুস্থ্য অবস্হায় ঢাকা থেকে কালিগঞ্জের বসন্তপুর গ্রামে তার নিজ বাড়িতে আসে। এসময় সে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে খুলনায় নিয়ে গেলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে আনা হয়েছে এবং সরকারী নিয়ম মেনে দাফন সম্পন্ন করা হয়েছে। আশরাফুলের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বলেন, মৃত ব্যক্তির বাড়িতে আমিসহ স্বাস্হ্য বিভাগের ৫ কর্মী গিয়েছিলাম। সরকারী সকল নিয়ম মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়। এদিকে তার লাশ বাড়িতে আসার খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শন শেষে মৃতের বাড়িতে লাল পতাকা ও ব্যানার টানিয়ে লকডউন ঘোষনা করেন। এসময় ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …