আম্ফানে বিধ্বস্ত প্রতাপনগরের চাকলা পরিদর্শনে জেলা প্রশাসক

ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা:    মহা প্রলয়ঙ্কারী জ্বলোচ্ছ্বাস ঘুর্নিঝড় আম্ফানে বিধ্বস্ত প্লাবিত প্রতাপনগরের চাকলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। গত ২০ মে ঘুর্নিঝড় আম্ফান উপকূলীয় অঞ্চল প্রতাপনগরে ব্যাপক ভাবে আঘাত হেনে এলাকার বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত করে। প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি পয়েন্ট দিয়ে ঘুর্নিঝড় আম্ফান জলোচ্ছ্বাসে বেড়ীবাঁধ ভেঙ্গে লোকালয়ে জোয়ার ভাটার স্রোত ধারা আজও বহমান রয়েছে। গতকাল সাড়ে বারোটায় প্রতাপনগর চাকলা এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি ভাঙ্গন স্পট পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ইউপি সদস্য গোলাম রসুল প্রমুখ।

Check Also

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।