যশোর সংবাদদাতা : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি মরহুম অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ এর কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রবিবার সকালে মরহুমের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার বাকড়া পারিবারিক কবরস্থানে যান তিনি।
কবর জিয়ারতের সময় দোয়া ও মোনাজাত পরিচালনাকালে মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দুনিয়ার জীবনে মরহুম আবু সাঈদ সাধারণ মানুষের খেদমতে এবং দ্বীনের কাজে আঞ্জাম দিয়েছেন। তিনি যেমন একজন ভাল মানুষ ছিলেন, তেমনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালেও নিজেকে দুর্নীতিমুক্ত রেখেছিলেন। মহান আল্লাহ পাক তার এ কাজকে কবুল করে জান্নাত দান করুন।
এসময় তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর শহর শাখা আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের শান্তনা দেন।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …