মোঃ রুহুল আমিন( চৌগাছা) যশোর,প্রতিনিধিঃযশোরের চৌগাছায় এসএসসি সমমান পরীক্ষায় ৬৭ টি স্কুল ও মাদ্রাসা থেকে
অংশ গ্রহন করে। এর মধ্যে দু’টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এবং একটি প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থীই পাশ করতে পারি নি।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৪৪ টি স্কুল থেকে
মোট ২ হাজার ৯’শ ৫১ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৫’শ
১০ জন। জিপিএ ৫ (A+) পেয়েছে ১’শ ৪৯ জন। মাকাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৪ জন অংশ নিয়ে সকলেই পাস করেছে। এসএসসিতে উপজেলায় মোট পাসের হার ৮৫.০৫। এবং উপজেলায় ২১ টি মাদ্রাসা থেকে ৫’শ ৮৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪’শ ৪৬
জন। জিপিএ ৫ (A+) পেয়ছে ০৯ জন। এর মধ্যে সিংহঝুলী দাখিল মাদ্রাসা থেকে ২৪
জন অংশ নিয়ে সকলেই পাশ করেছে। এবং মাকাপুর দাখিল মাদ্রাসা থেকে ২২ জন
পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাশ করতে পারিনি উপজেলায় মোট পাসের হার ৭৫.৭২।
শতভাগ পাস করা প্রতিষ্ঠান দু’টির প্রধানরা জানান, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকের সাথে সমন্বয় করে পাঠদান করায় তারা শতভাগ সফলতা পেয়েছেন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সুপার তরিকুল ইসলাম বলেন, মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। ‘আমি ১৫ বছর দায়িত্ব পালন করছি। বিগত দশ বছরের গড় পাসের হার ৯৫ শতাংশেরও বেশি। এ বছরে ২২ জন পরীক্ষার্থীর একজনও পাস করবেনা এ বিষয়টি মেনে নিতে পারছিনা। আমার বিশ্বাস প্রযুক্তিগত কোনো ত্রুটির কারনে এমন বিপর্যয় হয়েছে। ফলাফল পূনঃবিবেচনার জন্য বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে আবেদন করব।অনাকাঙ্খিত ফলাফল মেনে নিতে পারছিনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান জানান,এই
মাদ্রাসার বিগত একদশকের ফলাফল খুবই ভালো। প্রযুক্তিগত কোনো ত্রুটি হয়েছে কিনা প্রতিষ্ঠান প্রধানকে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে যোগাযোগ করতে বলা হয়ছে।