শ্যামনগর অফিস: শ্যামনগর থানা পুলিশের ৫ সদস্য গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী হুমায়ুন কবীর ও তার দলবলের হাতে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানিকখালী গ্রামে আসামী হুমায়ুনের বাড়ীতে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামে আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য গুরুত্বর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত ৫ পুলিশ সদস্য হলেন, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক আইনুদ্দীন, উপ-পরিদর্শক নূর কামাল, সহকারী উপ-পরিদর্শক বেল্লাল ও কনস্টেবল রিপন।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, শ্যামনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (মামলা নং-৩২) আসামী হুমায়ুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। মঙ্গলবার দুপুরের দিকে এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল হুমায়ুনকে আটকের জন্য তার বাড়ীতে যায়। এসময় হুমায়ুন ও তার দলবল পুলিশের উপরে হামলা করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গুরুত্বর আহত হয়। অতিরিক্ত পুলিশ যেয়ে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আসামী হুমায়ুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ওসি জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …