চৌগাছায় উপজেলার বিভিন্ন মসজিদে ২২ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান।

মোঃ রুহুল আমিন( চৌগাছা) যশোর,প্রতিনিধিঃযশোরের চৌগাছা উপজেলার ৪শ ৫৭টি মসজিদে সরকারি অনুদানের ২২ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। গত রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরনশুরু হয়েছে। বর্তমানে চেক বিতরণ শেষ পর্যায়ে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও
চৌগাছা পৌরসভার ৪শ ৫৭টি মসজিদ কমিটির কাছে এই অনুদানের চেক প্রদান করা
হচ্ছে। তিনি জানান উপজেলার ফুলসারা ইউনিয়নের ৪৮টি, পাশাপোলের ৪০টি,
সিংহঝুলীর ২৬টি, ধুলিয়ানীর ২৬টি, চৌগাছা সদর ইউনিয়নের ২৪টি, জগদীশপুরের
৩৩টি, পাতিবিলার ৩৪টি, হাকিমপুরের ৫০টি, স্বরূপদহের ৪৮টি, নারায়ণপুরের
৪৬টি, সুখপুকুরিয়া ইউনিয়নের ৪১টি এবং চৌগাছা পৌরসভার ৪০টি মসজিদ প্রাথমিক
ভাবে সরকারি অনুদানের এই চেক পাচ্ছেন।

ইসলামী ফাউন্ডেশন চৌগাছা উপজেলা সুপারভাইজার আব্দুল মালেক জানান ১ দিনের
মধ্যে তালিকা প্রস্তুত করায় কিছু মসজিদ বাদ পড়েছে। যে সকল মসজিদ বাদ
পড়েছে আমরা তাদের তালিকা আবারো পাঠানো হবে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে ওইসকল
মসজিদগুলিও অনুদান পাবেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।