শ্যামনগর অফিসঃ শ্যামনগরের আটুলিয়ার করোনা পজেটিভ রোগীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৩জুন) আটুলিয়া এ.কাদের যুব রক্তদান সংস্থার নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন সংস্থার সভাপতি ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল আলম, সংস্থার কোষাধ্যক্ষ রনি। ৩০ মে শ্যামনগরে আটুলিয়ায় করোনা পজেটিভ রোগী সনাক্ত হয় । শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের ঢাকা ফেরত ব্যক্তির করোনা পজেটিভ সনাক্ত হয়- আব্দুর রহমান(সিরাজুল ইসলাম কন্টাকটরের বাড়ির পাশে)।উল্লেখ্য গত ২৭/০৫/২০ তারিখে শ্যামনগর হাসপাতালের মেডিকেল টিম উক্ত ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য খুলনাতে প্রেরণ করায় তার রিপোর্ট পজেটিভ হয়।লকডাউন পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …