শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা:   শ্যামনগর উপজেলায় নকিপুর ও নওয়াবেঁকী বাজারসহ বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী।৩জুন বুধবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশ মোতাবেক  ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী  সার্বিক তত্বাবধানে  উপজেলার  বিভিন্ন স্থানে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্য করায় এবং মাস্ক পরিধান না করায় কয়েকজনকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম,মোস্তফা কামাল প্রদত্ত  বয়স্ক ও অসুস্থ্য মানুষের মাঝে  মাস্ক বিতরণ করা হয়।নিজকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পরিধান করার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়।
জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণ মূলক
 কার্যক্রম  অব্যাহত থাকবে বলে এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী জানান।
★★শ্যামনগর  হাত ধোয়ার জন্য বেসিন উদ্বোধন
শ্যামনগর অফিসঃ করোনা ইস্যুতে শ্যামনগর হাসপাতালে জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে হাত ধোয়ার জন্য বেসিন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বুধবার(৩জুন) বেসিন উদ্বোধনকালে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার সাহা,ডিপিএইচই মোস্তাফিজুর রহমান সহ সংশিষ্ট ব্যক্তি বর্গ।

 

Check Also

সন্ধ্যায় আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।