কালিগঞ্জ ব্যুরো : বসন্তপুর খাদ্য গুদামে অভ্যন্তরিন বোরো ধান সংগ্রহ ও চাল ক্রয়ের উদ্বোধন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। ৩ জুন বুধবার সকাল ১০টায় বসন্তপুর খাদ্য গুদামের আনুষ্ঠানিক ভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমির কুমার রায়ের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসন্তপুর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কৃষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শেখ আনোয়ার হোসেন, উপজেলা চাউল মিল মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহাজান আলী প্রমূখ। উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য বান্ধব সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যেখানে যতটুকু জমি ও পতিত জায়গা আছে আমরা প্রতিটি জায়গায় খাদ্য শস্য উৎপাদন করে দেশের খাদ্য ঘাটতি পুরন করতে সক্ষম হবো। তিনি বলেন নির্ধারিত কৃষকদের মাধ্যমে সরকারী ভাবে ধান ও নির্ধারিত মিলারদের মাধ্যমে চাউল ক্রয় করা হবে। বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস জানান ব্যাংক একাউন্টের মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। কালিগঞ্জ উপজেলা ধান সংগ্রহ কমিটি উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত ৬৩২ কৃষকের কাছ থেকে ২৬ টাকা দরে ৬৩২ মেট্রিক টন ধান এবং একই সময়ে ৩৬ টাকা কেজি দরে ৬৩৫ মেট্রিক টন সিদ্ধ চাউল ও ৩৫ টাকা কেজি দরে ৩৮ মেট্রিক টন আতপ চাল নির্ধারিত ৩১টি মিল মালিকের কাছ থেকে ক্রয় করা হবে। ১ম দিনে সিদ্ধ চাউল ও ধান ক্রয় করা হয়। আগামী ৩১ শে আগস্ট ২০২০ পর্যন্ত চাউল ও ধান ক্রয় করা হবে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …