সাতক্ষীরায় সরকার দলীয় সন্ত্রাসী হুমায়ুনের শাস্তির দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার শ্যামনগরের মানবন্ধন কর্মসূচি পালন করেছে রমজাননগর ইউনিয়নবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে থানা ঘেরাও করে অত্যাচারী হুমায়ুন কবিরের বিচার দাবি করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের আল ফারুক, সুনীল বদ্দি, হিমাংশু জোয়াদ্দার, মনো মিস্ত্রীসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুনের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। হামলা, মামলা দিয়ে নানা রকম হয়রানি চালিয়ে যাচ্ছে। তার মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কয়েকদিন আগে পুলিশ তাকে গ্রেফতার করলেও পুলিশের উপরও হামালা চালিয়েছে। পুলিশ যখন নিরাপত্তা পায় না তখন আমরা গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমরা নিরাপত্তা চাই।

মানববন্ধনে সুনীল বদ্দি বলেন, আমাদের মন্দির দখল করে নিয়েছে এই হুমায়ুন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা নিরাপত্তা পাচ্ছি না।

রমজাননগরের অত্যাচারী হুমায়ুনের হাত থেকে বাঁচতে মানববন্ধন থেকে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। শ্যামনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে রমজাননগর ইউনিয়নের শত শত গ্রামবাসী থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, রমজাননগর গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ুনের বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে। সেসব মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন সোচ্চার রয়েছে। নির্যাতিত কোন মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।